জাতীয় ঈদগাহে নিরাপত্তা দেবে র্যাব
মুসল্লিদের সুষ্ঠুভাবে ঈদ-উল-ফিতরের নামাজ আদায়ের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ।
তিনি বলেন, প্রতিবারের মতো এবারো ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি, ভিআইপি ও ভিভিআইপি অতিথিরা নামাজ আদায় করবেন। মুসল্লিদের নিরাপত্তায় নামাজের সময় র্যাবের ডগ স্কোয়াড, বোম ডিস্পোজাল ইউনিটসহ অসংখ্য র্যাব সদস্যরা মাঠে অবস্থান করবে।
এছাড়াও র্যাব ভেহিকেল স্ক্যানার দ্বারা মুসল্লিদের গাড়িগুলোকে তল্লাশি করা হবে বলও জানান তিনি। জাতীয় ঈদগাহসহ রাজধানীর ৩০০ টি ঈদ জামাতে র্যাব সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানান বেনজীর আহমেদ।
র্যাব লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, অজ্ঞান পার্টি, মলমপার্টি ও ছিনতাইকারীদের তৎপরতা বন্ধে বাসস্ট্যান্ড ও পার্শ্ববর্তী স্থানে র্যাবের টহল টিম থাকবে। দেশব্যাপী যেকোনো নাশকতা বা দুর্যোগ মোকাবেলায় র্যাবের রিজার্ভ ফোস রাখা হয়েছে।
এআর/এসকেডি/এমএস