৫ দিনের ছুটির ফাঁদে আখাউড়া স্থলবন্দর
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা পাঁচদিনের ছুটির ফাঁদে পড়েছে দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। শুক্রবার সকাল থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঈদের ছুটি শেষে আগামী বুধবার থেকে নিয়মিতভাবেই আখাউড়া স্থলবন্দরের সকল কার্যক্রম চলবে।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. মিজানুর রহমান জাগো নিউজকে জানান, ঈদের ছুটিতে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। যাত্রীদের সুবিধার্থে শুল্ক বিভাগের ব্যাগেজ কাউন্টার খোলা রাখা হবে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস