নোয়াখালীর ২৫টি গ্রামে ঈদ পালিত


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১৭ জুলাই ২০১৫

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবারও নোয়াখালীর ২৫টি গ্রামের বেশ কিছু পরিবার শুক্রবার পবিত্র ঈদ-উল-ফিতর পালন করছেন। সকালে বিভিন্ন এলাকার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হতে দেখা গেছে। ঈদকে ঘিরে এ সকল এলাকার মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

নোয়াখালীর যে সকল গ্রামে ঈদ পালিত হচ্ছে সেগুলো হলো, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউপির বসন্তেরবাগ গ্রাম, চাদঁকাশিমপুর, তিতাহাজরা, ফাজিলপুর, জিরতলী ইউপির বারইচতল গ্রাম, মহেশপুর, আলাইয়ারপুর ইউপির মিয়াপুর গ্রাম, কুতুবপুর ইউপির কুতুবপুর গ্রাম, নরোত্তমপুর ইউপির নরোত্তমপুর গ্রাম, দুর্গাপুর ইউপির দুর্গাপর গ্রাম। এছাড়া জেলার সদর উপজেলার কালিতারা, জয়কৃষ্ণপুর, অশ্বদিয়া, পশ্চিম মহাদেবপুর উল্লেখযোগ্য।

স্থানীয়রা জানায়, তারা চট্রগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফ (চাঁদ টুপি) পীর সাহেবের অনুসারী হয়ে বিগত ২শ বছর ধরে এভাবে আগাম ঈদ পালন করে আসছেন।

অগ্রিম ঈদ পালন করার ব্যাপারে প্রচলিত ধারণা হচ্ছে, অবিভক্ত নোয়াখালীর রসিদপুর গ্রামে মাওলানা আবদুল হামিদ ১৯২৫ সালে মত প্রচার করেন হানাফী, মালেকী,হাম্বলী মাজহাব মতামতের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের সকল দেশে একই দিনে ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা, রমজান, শব-ই-বরাত,শব-ই- মেরাজ ও শব-ই-ক্বদর প্রভৃতি পালিত হয়ে আসছে।

মিজানুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।