রেলমন্ত্রী সিএমএইচে ভর্তি


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ১৭ জুলাই ২০১৫

রেলপথ মন্ত্রী ও কুমিল্লার চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হক মুজিব হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ৫ মিনিটে তাকে কুমিল্লা মহানগরীর মুন হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় । পরে ডাক্তারদের পরামর্শে শুক্রবার ভোর রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বর্তমানে মন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।  

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক জানান, বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছে পরবর্তীতে ফেনী রেলস্টেশন পরিদর্শনে যান। ফেনী থেকে কুমিল্লায় ফিরে ইফতারের পর নগরীর কান্দিরপাড় জামে মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে হঠাৎঅসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কুমিল্লার বাসা এবং পরে নগরীর মুন হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডায়াবেটিক ও রক্ত শূন্যতায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, সাংবাদিক, দলীয় নেতা-কর্মী ও বিশিষ্টজনরা মন্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান। এদিকে রাত ১টার দিকে মন্ত্রীকে ডাক্তারদের পরামর্শক্রমে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভোর পৌণে ৪টায় তাকে সেখানে ভর্তি করা হয় বলে জানা গেছে।  

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।