প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে সৈয়দ আশরাফ


প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৬ জুলাই ২০১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার ইফতারির পরপরই তিনি গণভবনে যান বলে জানা গেছে।

আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আশরাফের নামে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ৯ জুলাই হঠাৎ করেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তাকে দফতরবিহীন মন্ত্রী করা হয়।

তখন থেকেই তাকে সরকারের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা ওঠে। বৃহস্পতিবার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় সকল প্রকার গুঞ্জনের অবসান ঘটে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।