৩য় দিনেও চলছে শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮

শিক্ষা জাতীয়করণের দাবিতে ৩য় দিনের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা।

গত ১০ জানুয়ারি থেকে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন শেষে গত ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।

শিক্ষক-কর্মচারীদের ৬ টি সংগঠনের জোট 'বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম' এর আহ্বানে সর্বস্তরের শিক্ষক-কর্মচারী একাত্মতা প্রকাশ করে অনশনে যোগ দিয়েছেন। প্রচণ্ড শীতে শিক্ষক-কর্মচারীরা খোলা আকাশের নিচে রাত্রী যাপন করছেন। এ পর্যন্ত ৫৫ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি তাদের।

jagonews24

অনশনে অংশ নেয়া শিক্ষক নেতারা বলেন, শিক্ষা জাতীয়করণ শুধু শিক্ষকদের জন্য নয়। ষোল কোটি মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করা, শিক্ষার মৌলিক অধিকার বাস্তবায়ন করার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করে উন্নত জাতি গঠনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সময়ের দাবি।

আমরণ অনশন কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন জোটের আহ্বায়ক আব্দুল খালেক, উপদেষ্টা রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইদুল হাসান সেলিম, জি এম শাওন, মতিউর রহমান দুলাল প্রমুখ।

এএস/এমএইচএম/এমবিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।