নারায়ণগঞ্জে আহতদের ৬ জনকে ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও এমপি শামীম ওসমান সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতদের ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদেরকে ঢামেকে হাসপাতালে নিয়ে আসা হয়।

এরা হলেন- জসিম উদ্দিন (৩৫), জাহাঙ্গীর আলম (৬৫), নাসির হোসেন (৫২) ও কবির মিয়া (৩৮) হাসান (৪০) ও রনি (২৮)।

ঢামেক সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে নাসির হোসেনের শরীরে একাধিক রাবার বুলেট পাওয়া গেছে। বাকিরা ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, শহর যুবলীগের সাধারণ সম্পাদক ও মেয়র আইভীর ছোট ভাই আলী আহম্মেদ রেজা উজ্জল, আইভীর আরেক ছোট ভাই আলী আহম্মেদ রিপন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, নিয়াজুল হক, ফটো সাংবাদিক তাপস সাহাসহ প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

সংঘর্ষের পর মেয়র আইভী বলেছেন, ‘শামীম ওসমান আমার ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। নির্দেশ পেয়ে তার লোকজন ইট-পাটকেল ছোড়ে। এতে আমি আহত হই।’

অপরদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ‘পুলিশের উপস্থিতিতে মেয়র আইভীর লোকজন হকারদের ওপর গুলি বর্ষণ করেছে।’

এআর/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।