নজরদারী বাড়াতে ট্রাফিকের আকর্ষণীয় সংযোজন ওয়াচ টাওয়ার
ঈদ এলেই রাজধানীর বেশিরভাগ মানুষ ব্যাকুল হয়ে ওঠেন নিজ গ্রামে ফিরতে। নিকটাত্মীয়দের সাথে ঈদ উদযাপন করতে। আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষদেরকে কোন রকমের ঝামেলা ছাড়াই বাড়িতে পৌঁছানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, মাসজুড়ে কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসীর পাশেই থাকছেন ট্রাফিক সদস্যরা। রাজধানী থেকে সাভার পেরিয়েও ঢাকা জেলার ট্রাফিক সদস্যদের পাশপাশি কাজ করবে ডিএমপির ট্রাফিক বিভাগ। এজন্য অধিকাংশ ট্রাফিক পুলিশের ছুটি বাতিল করা হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ট্রাফিক উত্তর বিভাগের উদ্যোগে মহাখালী ও আব্দুল্লাহপুরে দুটি সাব-কন্ট্রোল অফিস খোলা হয়েছে। ট্রাফিক উত্তর বিভাগের এবারের আকর্ষণীয় দিক হচ্ছে আব্দুল্লাহপুরে নির্মিত ওয়াচ টাওয়ার।
ডিএমপির উত্তর ট্রাফিক বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আবু ইউছুফ জাগো নিউজকে বলেন, ২০ ফুট উঁচু এ ওয়াচ টাওয়ারে বসে দূরের অবস্থান নির্ণয় করা সম্ভব। ফলে ট্রাফিক পুলিশ সদস্যরা তাৎক্ষনিকভাবে সিদ্ধান্ত নিয়ে রাস্তার যানজট নিরসনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।
তিনি বলেন, ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রবীর কুমার রায়ের নির্দেশনায় ও এডিসি আব্দুল্লাহ আল-মামুনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এ ওয়াচ টাওয়ার।
তিনি আরও জানান, সাব-কন্ট্রোল অফিস এবং ওয়াচ টাওয়ার চব্বিশ ঘন্টা বিরামহীনভাবে সেবা দিয়ে যাচ্ছে। সাব-কন্ট্রোল অফিস এর দায়িত্বে একজন সহকারী পুলিশ কমিশনার এবং ওয়াচ টাওয়ার এর দায়িত্বে একজন সার্জেন্ট রয়েছেন।
গাজীপুর জেলা ট্রাফিক এর অবস্থা প্রত্যক্ষ করে ডিএমপি’র ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
ট্রাফিকের সংশ্লিষ্টরা আরও জানান, শুধু রাজধানীর ট্রাফিক উত্তর বিভাগেই নয় পুরো ডিএমপিতেই ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া নিজে বিভিন্ন সময় এসব তদারকি করছেন। অনেক সময় নিজে উপস্থিত হয়ে খোঁজ খবর নিচ্ছেন।
ঢাকা মহানগর পুলিষের উপ-কমিশনার (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে যেতে ও পুনরায় ফিরে আসার পথে যাত্রী সাধারণের সহযোগীতার জন্য ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন। অনেকের ছুটি বাতিল করা হয়েছে।
রাস্তার যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দাবি করে তিনি বলেন, একারণে এখন পর্যন্ত আমরা বড় ধরণের যানজটের খবর এখনো পাইনি।
ট্রাফিক পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ পুলিশ সদস্য ও আনসার সদস্যরাও সহযোগীতায় কাজ করছেন বলে জানান তিনি।
জেইউ/এআরএস/পিআর