রাজন হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন


প্রকাশিত: ১২:০২ পিএম, ১৬ জুলাই ২০১৫

সিলেটে শিশু রাজন হত্যা ও বরিশাল সরকারি শিশু সদনে অনাথ দুই শিশুকে নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলে।

সম্মিলিত শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আয়েজনে মানবন্ধনে শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিশুদের বেড়ে ওঠতে সহায়তা করার দায়িত্ব কেবল রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকেরও বটে। সেখানে সরকারি শিশু সদনে বাবা-মা হারা শিশুরা বেড়ে ওঠার সহায়তার বিপরীতে কর্মরতের দ্বারা নির্যাতনের ঘটনা দুঃখজনক। এ সময় তিনি প্রশ্ন তোলেন মায়ের সাথে শিশু যেতে চায় এটা কোন ধরণের অপরাধ। আর এজন্য দুই শিশুকে নির্দয়ভাবে পেটানো হবে এটা কিছুতেই মেনে নেয়া যায়না।

সমাবেশে রহিমা সুলতানা বলেন, এর আগেও তারা অভিযোগ পেয়েছেন সদনে শিশুদের নির্যাতন এবং তাদের দ্বারা বাসায় কাজ করানো হয়। এজন্য ঘটনার তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হলে এ ঘটনা আর ঘটবেনা।

এরপর বেলা ১১টার দিকে শিশু কিশোর মেলা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মানববন্ধন ও সমাবেশ করে অশ্বিনী কুমার হলের সামনে। এখানে বক্তব্য রাখেন মজিলা পরিষদের সাধারণ সম্পাক পুষ্প চক্রবর্তী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য নিগার সুলতানা হনুফ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যরা। এছাড়া সিলেটে শিশু রাজনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

অপরদিকে, বরিশাল সরকারি শিশু সদনে অনাথ দুই শিশুকে নির্যাতনের ঘটনায় জেলা প্রশাসনের পর সমাজসেবা অধিদফতর থেকে অতিরিক্ত পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রতিষ্ঠান) জুলফিকার হায়দার। ঈদের পর এই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।

তিনি আরো জানান, এ ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারেন না বলে সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মনেজ কুমার ঘরামী এবং শিশু সদনের উপ তত্ত্বাবধায়ক ইসমত আরা খানমকে শোকজ করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত কম্পাউন্ডার মো. দুলাল মিয়াকে।

অন্যদিকে, একই ঘটনায় জেলা প্রশাসনের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি আজ প্রথম কার্যদিবসে দোষীদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে বলে জানান, জেলা প্রশাসক ড. গাজী মে. সাইফুজ্জামান।

সাইফ আমীন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।