নেত্রকোনায় কৃষক খুনের ঘটনায় আটক ১১


প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৬ জুলাই ২০১৫

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ডুবিয়ারকোনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক খুনের ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ। তাদের বৃহস্পতিবার আটক করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কৃষক আরশাদ আলী (৬৫) বাড়ির পাশের জমিতে বীজ ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষ বাশার মিয়া লোকজন নিয়ে তার উপর হামলা চালায়। এসময় কৃষক আরশাদ আলী গুরুতর আহত হলে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পরদিন বুধবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক আরশাদ আলী মারা যান।

এ ঘটনায় আরশাদ আলীর ছোট ভাই রজব আলী বাদী হয়ে একই গ্রামের বাশার মিয়া, মতি মিয়া, শাখায়ত হোসেন, আবুল মিয়া, দ্বীন ইসলাম, আব্দুর রাজ্জাক, আলী উসমান, বিল্লাল হোসেন, মাজাহারুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করে। পুলিশ বৃহস্পতিবার ১১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

কামাল হোসাইন/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।