নোয়াখালীতে অবৈধ দখলদারদের হামলায় ইউএনওসহ আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১ এএম, ১৬ জুলাই ২০১৫

নোয়াখালীতে সরকারি জায়গা দখল করে পাকা ভবন নির্মাণকারীদের উচ্ছেদকালে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা সালেহ আহাম্মদ, গাড়ি চালক রহমতসহ চারজনকে পিটিয়ে আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চাপরাসিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার চাপারাসিরহাট বাজারের পাশে একদল অবৈধ দখলদার সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ করেছিলো। কিছু দিন আগে উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান সরেজমিনে গিয়ে দখলদারদরে পাকা ভবন নির্মাণ করতে নিষেধ করে।

বৃহস্পতিবার তিনি পুনরায় ওই স্থান দিয়ে ইউনিয়ন কার্যালয়ে দরিদ্রদের মাঝে চাউল বিতরণ করতে যাওয়ার সময় দেখেন দখলদাররা তার নিষেধাজ্ঞা আমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি তখন গাড়ি থেকে নেমে কাজ বন্ধ করার নির্দেশ দিলে হঠাৎ ২০ থেকে ২৫ জন দখলদার একত্রিত হয়ে তার উপর আক্রমণ চালায়। এসময় তার সাথে থাকা উপজেলা খাদ্য কর্মকর্তা সালেহ আহম্মদ ও গাড়ি চালক রহমতসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে পুলিশ সুপার ইলিয়াছ শরীফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, থানায় মামলা দিলে আমরা মামলা নেবো এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে।

নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস জাগো নিউজকে জানান, বিষয়টি সরকারের উর্ধ্বতন সকল মহলে জানানো হয়েছে এবং থানায় মামলা দায়ের করা হবে।

মিজানুর রহমান/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।