ইরান চুক্তির বিরোধিতাকারীদের একহাত নিলেন ওবামা


প্রকাশিত: ১১:২৬ এএম, ১৬ জুলাই ২০১৫

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার ইরান চুক্তির বিরোধিতাকারীদের এক হাত নিয়েছেন। তাদের উদ্দেশ্য করে ওবামা বললেন, ওই চুক্তির বিরোধিতাকারীরা বিশ্বের ৯৯ শতাংশ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং তেহরানের পরমাণু সমস্যার সত্যিকার কোনো বিকল্প প্রস্তাব দিতেও ব্যর্থ হয়েছেন।

সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশে বিদেশে যারাই চুক্তিটির বিরোধিতা করছে তারাই মূলত যুদ্ধকেই সমাধানের একমাত্র উপায় বলে চিহ্নিত করছেন।

তিনি বলেন, বিশ্বের ৯৯ শতাংশ লোক এবং অধিকাংশ পরমাণু বিশেষজ্ঞ চুক্তির মধ্যদিয়ে ইরানকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। যদি কেউ এর বিপক্ষে থাকেন তবে তার উচিত বিকল্প প্রস্তাব দেয়া।

ওবামা বলেন, কিন্তু আমি তা শুনিনি। ফলে আমাদের কাছে কেবলমাত্র দুটি পথই খোলা ছিল। এর একটি সমস্যার কূটনৈতিক সমাধান এবং অপরটি যুদ্ধ।

এদিকে ওবামার বিরোধী পক্ষ রিপাবলিকানরা তার বিরুদ্ধে আপোষকামিতার অভিযোগ এনেছেন। তারা চুক্তি নিয়ে কংগ্রেসে ভোটাভুটিকালে এর বিপক্ষে অবস্থান নেয়ারও পরিকল্পনা করছেন। এছাড়া ইসরাইল এ চুক্তিকে ঐতিহাসিক ভুল হিসেবে বর্ণনা করেছে।

ওবামা আরো বলেন, কেউ যদি বিষয়টি নিয়ে বিতর্ক করতে চান যেমন রিপাবলিকান নেতৃত্ব, প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিংবা ইসরাইলি দূত তারা স্বাধীনভাবেই তা করতে পারেন, কিন্তু তার তেমন কোনো প্রভাব পড়বে না।

মার্কিন স্বার্থ ও মূল্যবোধের জন্যে ইরানকে এখনও চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সঙ্গে যে মতপার্থক্য তা এ চুক্তির মাধ্যমে দূর হবে না।

উল্লেখ্য, দুই বছরের দীর্ঘ আলোচনা শেষে মঙ্গলবার ভিয়েনায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। আশা করা হচ্ছে এ চুক্তির ফলে ইরানকে তার পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা যাবে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।