সৌদিতে কর্মী পাঠাতে ব্যয় হয় ১ লাখ ৬৫ হাজার টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির দেয়া তথ্য অনুযায়ী সৌদি আরবে পুরুষ কর্মী পাঠাতে ব্যয় হয় মাত্র ১ লাখ ৬৫ হাজার টাকা।

তিনি বলেন, সরকার সম্প্রতি ১৬টি দেশের অভিবাসন ব্যয় পুনর্নির্ধারণ করেছেন। দেশে ও পেশাভেদে বিভিন্ন দেশে গমনকারী কর্মীর অভিবাসন ব্যয় ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এক্ষেত্রে সৌদি আরবে অভিবাসন ব্যয়ে নারী কর্মী পাঠানোর পাশাপাশি পুরুষ কর্মীদের জন্য সর্বোচ্চ ১ লাখ ৬৫ হাজার টাকা এবং সিঙ্গাপুরে সর্বোচ্চ ২ লাখ ৬২ হাজার ২৭০ টাকা অভিবাসন ব্যয়ে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো হয়ে থাকে।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সংসদে দেয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের ১৬৫টি দেশে কর্মী পাঠায়। ২০১৭ সালে ১০ লাখ ৮ হাজার ৫২৫ কর্মী বিদেশে গেছেন, যা এবার রেকর্ড সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৫১ লাখ ৯৮ হাজার ৯১৪ জন কর্মী বিদেশ গেছেন।

মন্ত্রী জানান, মালয়েশিয়া যেতে ১ লাখ ৬০ হাজার, লিবিয়া ১ লাখ ৪৫ হাজার ৭৮০, বাহরাইন ৯৭ হাজার ৭৮০ টাকা, সংযুক্ত আরব আমিরাত ১ লাখ ৭ হাজার ৭৮০, কুয়েত ১ লাখ ৬ হাজার ৭৮০ টাকা, সালতানাত অব ওমান ১ লাখ ৭৮০ টাকা, ইরাক ১ লাখ ২৯ হাজার ৫৪০ টাকা, কাতার ১ লাখ ৭৮০ টাকা, জর্ডান ১ লাখ ২ হাজার ৭৮০ টাকা, মিশর ১ লাখ ২০ হাজার ৭৮০ টাকা, রাশিয়া ১ লাখ ৬৬ হাজার ৬৪০ টাকা, মালদ্বীপ ১ লাখ ১৫ হাজার ৭৮০ টাকা, ব্রুনাই দারুস সালাম ১ লাখ ২০ হাজার ৭৮০ টাকা এবং লেবানন যেতে ১ লাখ ১৭ হাজার ৭৮০ টাকা অভিবাসন ব্যয় হয়।

এইচএস/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।