রাজন হত্যা মামলায় ডিবির তদন্ত শুরু
সিলেটে শিশু রাজন হত্যা মামলার তদন্ত শুরু করেছে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিবির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার মামলার নথিপত্র সংগ্রহ করেন।
মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আলমগীর হোসেন ডিবির কাছে নথিপত্র হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৮ জুলাই বুধবার থেকে জালালাবাদ থানা পুলিশ মামলাটি শুরু তদন্ত করেছে। আর বৃহস্পতিবার থেকে ডিবি পুলিশ মামলাটি তদন্ত করবে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই বুধবার সকালে চোর সন্দেহে ১৩ বছরের শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ নিয়ে দেশে বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। প্রথমে জালালাবাদ থানার (ওসি-তদন্ত) আলমগীর হোসেন মামলাটি তদন্ত করেন।
ছামির মাহমুদ/এআরএ/আরআই