দেশের মানুষ এবারো শান্তিপূর্ণ ঈদ করবেন : বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৬ জুলাই ২০১৫

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সফল বলেই দেশের মানুষ শান্তিপূর্ণভাবে এবারও ঈদ উদযাপন করবেন। কোথাও দ্রব্যমূল্য বাড়েনি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই নিত্যপণ্য রয়েছে। মানুষের আয় বেড়েছে। গ্রামের মানুষ ভালো আছেন।

তিনি বলেন, এ সরকারের প্রতি জনগণেরও পূর্ণ আস্থা রয়েছে। এ কারণে বিএনপি নেত্রীর জ্বালাও পোড়াও আন্দোলন ব্যর্থ হয়েছে। ওদের প্রতি আর মানুষের আস্থা নেই।

বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারযোগে ভোলায় এসে সদর উপজেলার কাচিয়া ও ইলিশা এলাকায় ১০ হাজার পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, টি-শার্ট বিতরণকালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় মন্ত্রী স্থানীয়দের ঈদের আগাম শুভেচ্ছা জানান। একই সঙ্গে তার জন্য দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা, পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, কাচিয়া ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম নোকিব,  জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এনামুল হক আরজু প্রমুখ।

অমিতাভ অপু/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।