নাখালপাড়ায় নিহত এক জঙ্গির পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮

র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযানে রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় রুবি ভিলায় নিহত এক জঙ্গির পরিচয় মিলেছে। রুবি ভিলার ৫ম তলায় জঙ্গিবিরোধী অভিযানে জাহিদ নামে দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, পরিচয়পত্র দুটিতে ভিন্ন ভিন্ন তথ্য উপাত্ত থাকায় তাৎক্ষণিকভাবে সঠিক পরিচয় নিয়ে সন্দেহ সৃষ্টি হয় এবং পরিচয়পত্রটি ভুয়া পরিচয়পত্র হিসেবে প্রতিয়মান হয়। পরবর্তীতে তার প্রকৃত পরিচয় উদঘাটনে র‌্যাব অনুসন্ধান শুরু করে।

ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধানে জাহিদের ফিঙ্গার প্রিন্ট একটি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলে যায়। প্রাপ্ত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার মূল নাম মেজবা উদ্দিন, পিতা- এনামুল হক, মাতা- তাহমিনা আক্তার, জেলা- কুমিল্লা বলে জানা যায়।

জেইউ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।