ইজতেমায় এক বিদেশিসহ তিন মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮

তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে এক বিদেশিসহ তিন মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এদের মধ্যে দুইজনের কাফন সম্পন্ন করা হয়েছে। মৃত অপর বিদেশিকে তার আত্মীরা নিজ দেশে নিয়ে গেছেন।

ইজতেমা কর্তৃপক্ষ জানায়, এবার ইজতেমায় প্রথম ধাপে আগত দেশি-বিদেশি তিন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। তারা হলেন মাগুরা জেলার কাজী আজিজুল হক (৬৫)। তিনি শুক্রবার মৃত্যুবরণ করেন।

লক্ষ্মীপুরের রফিকুল ইসলাম (৫৫) শনিবার মৃত্যুবরণ করেন এবং অপরজন মালয়েশিয়া থেকে আগত নেসার বিন রহমান (৫৫)। তিনিও শনিবার মারা যান।

ইজতেমায় দায়িত্বরত আদম আলী জাগো নিউজ বলেন, মৃত তিন ব্যক্তির গোসল ও কাফন সম্পন্ন করা হয়েছে। এরপর বংলাদেশি দুইজনকে তাবলিগ ইজতেমার স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। বিদেশি মৃত ব্যক্তির গোসল ও কাফন শেষে তাদের আত্মীয়দের কাছে তুলে দেয়া হয়েছে।

এমএইচএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।