মোনাজাত শেষে বিমানবন্দর স্টেশনে তিল ধারণের ঠাঁই নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৪ জানুয়ারি ২০১৮

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বিমানবন্দর রেল স্টেশনে তিল ধারণের ঠাই নেই। আগে থেকে সেখানে দাঁড়িয়ে থাকা ট্রেনটিও কানায় কানায় পূর্ণ। ট্রেনে উঠেছে ধারণ ক্ষমতার কয়েকগুন বেশি যাত্রী।

রোববার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার বাংলায় মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা মো. জোবায়ের। এর আগে হেদায়তি বয়ান করেন মাওলানা আব্দুল মতিন। এভাবেই শেষ হল এবারের ইজতেমার প্রথম পর্ব। গত শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম দফা।

টঙ্গীতে তুরাগ নদের পাড়ে ইজতেমা মাঠে লাখো মানুষের ভিড়। এছাড়া আখেরি মোনাজাতে অংশ নিতে সবাই ছুটছেন তুরাগ পারে। ইজতেমা উপলক্ষ্যে রাস্তায় যানচলাচল বন্ধ থাকায় সবাই পায়ে হেটেই তুরাগ পাড়ে পৌঁছানোর চেষ্টা করেন।
শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে দলে দলে মুসল্লি পাঞ্জাবি-টুপি পরে পায়ে হেটে তুরাগ পাড়ের দিকে রওনা হন। কারো কারো হাতে জায়নামাজ, তসবিহ। তাদের লক্ষ্য আখেরি মোনাজাতে অংশ নেয়া।

চারদিন বিরতির পর আবার ১৯ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় ধাপ। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

আরএম/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।