ঈদে হুমায়ূন আহমেদও থাকছেন


প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৬ জুলাই ২০১৫

রোজা পুরো মাসের হলে এবারের ঈদ হবে ১৯ জুলাই, শনিবার। যদি এমনটি হয় তবে কিছু মানুষ ঈদের খুশির দিনেও আড়ালে চোখ মুছবেন প্রিয় লেখকের স্মরণে। কেননা, ২০১২ সালের এই দিনেই পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন বাংলা সাহিত্যের কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ।

তবে হিমু আর মিসির আলীর স্রষ্টা এই লেখকের ভক্তদের জন্য সুখবর হলো আসছে ঈদে ভিন্ন স্বাদের গল্প আর অদ্ভূত সব চরিত্রদের নিয়ে হাজির থাকবেন হুমায়ূন আহমেদ। জানা গেছে, এই ঈদে লেখকের চারটি গল্প থেকে নাটক-টেলিছবি নির্মাণ করা হয়েছে।

তারমধ্যে তিনটি নির্মাণ নিয়ে হাজির হবেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এর মধ্যে দুটি নাটক ও একটি টেলিছবি। সেগুলোও আবার কোনোটি হবে হুমায়ূন আহমেদের পুরনো নাটকের রিমেক, কোনোটি তার উপন্যাস অবলম্বনে নতুন করে নির্মিত।

হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন জানালেন, এরইমধ্যে টেলিছবি ‘প্রিয় পদরেখা’র কাজ শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মনিরা মিঠু, ঝুনা চৌধুরী, ইরেশ যাকের ও শবনম ফারিয়া। ঈদের তৃতীয় দিন বিকেল ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে এটি। এর আগে হুমায়ূন আহমেদের পরিচালনায় ১৯৯২ সালে বিটিভিতে প্রচারিত হয়েছিল এটি। অভিনয় করেছিলেন নাজমা আনোয়ার, আসাদুজ্জামান নূর, শীলা, আবুল খায়ের, মমতাজউদদীন আহমদ, মোজাম্মেল হোসেন, আফজাল শরীফ, সানি আলম, মেহের নিগার প্রমুখ।

এছাড়াও শাওন পরিচালনা করলেন হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘তিথির নীল তোয়ালে’। নাট্যরূপ দিয়েছেন লুৎফর রহমান নির্ঝর। এ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন জোহরা ইতিশা। অন্যান্য চরিত্রে কাজ করেছেন রিয়াজ, মীর সাব্বির, লায়লা হাসান, হাসান ইমাম ও ঝুনা চৌধুরী। চ্যানেল আইতে ঈদের দিন ৭টা ৫০ মিনিটে প্রচার হবে এটি।

আরো নির্মাণ করেছেন ‘ভালোবাসার গল্প’ নাটকের কাজ। এর নাট্যরূপ দিয়েছেন মারুফ রহমান। এতে অভিনয় করেছেন শবনম ফারিয়া, সাব্বির, স্বাধীন খসরু ও ফারুক আহমেদ। এটি প্রচার হবে বাংলাভিশনে।

হুমায়ূন আহমেদের তিন সৃষ্টি নিয়ে কাজ করা প্রসঙ্গে শাওন বলেন, ‘আমরা প্রতিটি নির্মাণেই তার স্ক্রিপ্ট এবং সংলাপ খুব মিস করি। যেটা তার মতো করে বলানো কারও পক্ষেই সম্ভব নয়। আমরা চেষ্টা করেছি মাত্র।’

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।