আইপিএল বেটিং : সন্দেহভাজন তিন বুকি গ্রেফতার


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৬ জুলাই ২০১৫

আইপিএল নিয়ে বেটিংয়ে জড়িত তিন থাকায় সন্দেহভাজন তিন বুকিকে গ্রেফতার করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার অষ্টম আইপিএল-এ গড়াপেটায় অভিযুক্তদের মুম্বই ও দিল্লি থেকে গ্রেফতার করা হয়।

দিল্লি, মুম্বই, নাগপুর ও ভোপালের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানোর পর আমান কাপুর ও আশীস গ্রোভারকে দিল্লি থেকে এবং পরেশ ভাটিয়াকে মুম্বই থেকে গ্রেফতার করে ইডি। পরে তাদেরকে আমেদাবাদে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে আদালতে আটক পরেশকে পাঁচদিনের জন্য ইডি হেফাজত পাঠায়।

এদিকে, ইডি মনে করছে দিল্লি থেকে গ্রেফতার হওয়া দু’জন কুখ্যাত বুকি শ্যামের হয়ে কাজ করে। ইডি’র সন্দেহ বিদেশি কোনও ওয়েবসাইট থেকে আইপিএল-এ বেটিং করতেন তাঁরা। এমসকি ওই দু’জনের সঙ্গে পাকিস্তান ও দুবাইয়ের বুকিদের যোগ ছিল বলে দাবি করেছে ইডি।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।