দেশি মাছ-মুরগির ফ্রাই দিয়ে দুপুরের খাবার খেলেন মাওলানা সাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ১১ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বাংলাদেশে আসা তাবলিগ জামাতের দিল্লির আমির মাওলানা সাদ কান্ধলভী বর্তমানে কাকরাইল জামে মসজিদে অবস্থান করছেন। বৃহস্পতিবার দুপুরে খাদেমদের আতিথেয়তা নিয়েছেন তিনি। খেয়েছেন দেশি মাছ ও মুরগির জাল ফ্রাই দিয়ে দুপুরের খাবার।

কাকরাইল মসজিদে মাওলানা সাদের খাবার পরিবেশনের দায়িত্বে থাকা এক খাদেম নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান।

তিনি বলেন, মাওলানা সাদ যথাসময়ে দুপুরের খাবার খেয়েছেন। সাদা ভাতের সঙ্গে দেশি মাছ ও মুরগির ফ্রাই দিয়ে খাবার গ্রহণ করেছেন। এর আগে যখন তিনি বাংলাদেশে এসেছিলেন তখন জাতীয় মাছ ইলিশ খেয়েছিলেন।

তিনি বলেন, হুজুর (মাওলানা সাদ) যদি ইজতেমায় দোয়া-মোনাজাত না করেন তাহলে বাংলাদেশে রহমত নাজিল হবে না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊধ্র্বতন কর্মকর্তার কাছে উর্দু ভাষায় হুজুর তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ক্ষমা চেয়েছেন। কিন্তু মিডিয়ায় এসব খবর আসছে না। মিডিয়া উল্টা-পাল্টা সংবাদ প্রচার করছে।

মাওলানা সাদ সম্পর্কে আরো জানতে চাইলে তিনি বলেন, এটা অনেক উপর মহলের ব্যাপার। সব বলা যাবে না। তবে হুজুর ভালো আছেন।

এমএম/এআর/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।