হিজলায় বিএনপি নেতা খুন : আটক ২
বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য নান্টু বেপারীকে (৪৭) কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষরা। এ ঘটনার সঙ্গে জড়িত মাটিয়ালা গ্রামের জলিল রাঢ়ী ও কামাল জমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আলীগঞ্জ থেকে বাড়িতে ফেরার পথে তাকে অপরহণ করেন প্রতিপক্ষ রতন বেপারী ও তার সহযোগীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দু’বার নান্টু বেপারীর কাছে পরাজিত হন রতন বেপারী। এলাকায় জনপ্রিয় ছিলেন নান্টু বেপারী। অন্যদিকে, রতনের বিরুদ্ধে ৮টির বেশি ডাকাতি মামলা রয়েছে। বিভিন্ন সময় ডাকাত রতনকে খারাপ কাজ করতে বাঁধা দিতেন নান্টু বেপারী। এতে নান্টু বেপারীর ওপর ক্ষোভ সৃষ্টি হয় রতনের। তার পথের কাটা সরিয়ে দিতে সুযোগ খুঁজতে থাকেন রতন। সন্ধ্যায় রতন বেপারী, তার ছেলে লিটন বেপারী, বাবুল বেপারীসহ ১০/১২ জনের একটি দল নান্টু বেপারীকে একা পেয়ে অপহরণ করে মাটিয়ালা চরে নিয়ে যান।
ধুলখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজাম্মেল হক জাগো নিউজকে জানান, রতন বেপারী ও তার সহযোগীরা নান্টু বেপারীকে অপহরণ করে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। প্রায় মৃত অবস্থায় চরের লোকজন নান্টু বেপারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহ সেকান্দার তুুহিন নান্টু বেপারীকে মৃত ঘোষণা করেন।
হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জাগো নিউজকে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হারার কারণে নান্টু বেপারীর সঙ্গে রতন বেপারীর বিরোধ ছিল। নির্বাচন, জমিজমা এবং স্থানীয় রাজনীতি নিয়ে রতন বেপারীর সঙ্গে পূর্ব বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রতনের বিরুদ্ধে ৮টির বেশি ডাকাতি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মাটিয়ালা গ্রামের জলিল রাঢ়ী ও কামাল জমাদ্দারকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
সাইফ আমীন/এমজেড/আরআই