পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পণ্যবাহী ট্রাক বন্ধ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষদের যানজটমুক্ত ও নিরাপদ যাতায়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পঁচনশীল দ্রব্য ছাড়া পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ঈদের আগে তিন দিন এবং পরে তিন দিন মোট ৬ দিন ট্রাক পারা বন্ধ থাকবে।
এছাড়া যাত্রীদের হয়রানি বা ভোগান্তি যাতে না হয় সে লক্ষ্যে মহাসড়কসহ পাটুরিয়া ঘাটে র্যাব, পুলিশসহ আইশৃঙ্খলা বাহীনির প্রায় পাঁচ শত সদস্য কাজ করেছে। সড়ক উন্নয়ন, সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নৌ চ্যানেল সম্প্রসারণ, অনাকাঙ্খিত ঘটনা রোধসহ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করণে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিআইডব্লিউটিসি’র জেনারেল ম্যানেজার (জিএম) কর্মাস এএনএস শাহদাত আলী জানান, ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি ফেরির সঙ্গে আরো ১টি ফেরি যোগ করা হয়েছে। এখন মোট ১৯টি ফেরি চলাচল করছে এ নৌপথে।
তিনি আরো জানান, পাশাপাশি ঈদের আগে এবং পরে তিন দিন করে মোট ৬দিন পঁচনশীল দ্রব্য ছাড়া পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচলে কোন সমস্যা না হলে নির্বিঘ্নে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম বলেন, ঈদ উপলক্ষে পাটুরিয়া ফেরিঘাট এবং ঢাকা-আরিচা মাহাসড়কের বারবারিয়া বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়া ফেরি ঘাট পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নৌপথে যেকোনো প্রকার অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে দিনের বেলায় জেলা পুলিশ ও রাতের বেলায় নৌ-পুলিশের টহল অব্যাহত রয়েছে।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার একেএম গালিভ খান জানান, পাটুরিয়া ঘাট এলাকায় অপরাধ দমনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ভ্রম্যমাণ আদালত কাজ করছে। যাত্রীদের প্রথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে ভ্রাম্যমান মেডিক্যাল টিম রয়েছে। এছাড়া বিকল যানবাহন সড়িয়ে নেয়ার জন্য তিনটি রেকার প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া, পাটুরিয়া ঘাটে আগত ফেরি পারাপারের যানবাহন সারিবদ্ধ রাখতে প্রায় ৩ কিমি দীর্ঘ অস্থায়ী ডিভাইডার নির্মাণ করা হয়েছে। যানবাহনে অতিরিক্ত যাত্রীবহন ও চাঁদাবাজি বন্ধে বিশেষ নজরদারি রয়েছে।
আরএস