ঢাকা ও রংপুরে বন্দুকযুদ্ধে নিহত ৩


প্রকাশিত: ০৩:৫২ এএম, ১৬ জুলাই ২০১৫

রাজধানীর তালতলা ও রংপুর নগরীর আরকে রোড এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছে। রংপুরের ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। পৃথক এ বন্দুকযুদ্ধ রংপুরে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এবং ঢাকায় বুধবার আড়াইটার দিকে ঘটে।

রাজধানীতে বন্ধুকযুদ্ধে ছিনতাইকারী এবং রংপুরে হত্যা মামলার দুই আসামি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।

রাজধানীর তালতলা এলাকায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাব-২ এর সঙ্গে ছিনতাইকারীদের গুলিবিনিময় হয়। এতে একজন ‘ছিনতাইকারী’ নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল জব্দ করেছে র‌্যাব।

রংপুরে নিহত দুজন হলেন- মানিক মিয়া (২৪) ও সুমন হোসেন (২৫)। তারা দুজনই নগরীর খলিফাটারি এলাকার আমির আলীর ছেলে।

আহত র‌্যাব সদস্যরা হলেন- এলএস ইমরান ও এসআই সাইফুল। তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর র‌্যাব-১৩ এর ডিএডি আতিকুর রহমান জানান, অভিযানে ওই এলাকায় মানিক ও সুমনকে র‌্যাব সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আত্মরক্ষায় র‌্যাব গুলি করলে তারাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে দুই সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এসআইএস/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।