দেশব্যাপী উন্নয়ন মেলা শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৯ জানুয়ারি ২০১৮

দেশের সব জেলা ও উপজেলায় উন্নয়ন মেলা করবে সরকার। ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) এ মেলা শুরু হবে। শেষ হবে ১৩ জানুয়ারি। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত করতে সরকারের বহুমুখী উন্নয়ন তৎপরতা ও সাফল্য জনগণের কাছে তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে ১১ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে একযোগে দেশব্যাপী ‘উন্নয়ন মেলা ২০১৮’ উদ্বোধন করবেন।

শুধু জেলা-উপজেলায় নয়, বিদেশের মাটিতেও এ মেলা হবে। বাংলাদেশ দূতাবাসগুলোও সুবিধামতো এ মেলার আয়োজন করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১৪ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্য)বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগগুলোর সিনিয়র সচিব ও সচিবরা সরেজমিনে মেলার মাঠপর্যায়ে তদারকি ও সমন্বয় করছেন। মেলা বাস্তবায়ন পরিবীক্ষণের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক খলিলুর রহমান।

আরএমএম/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।