স্পিকারের সঙ্গে লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৯ জানুয়ারি ২০১৮

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার সাবিনা আখতার মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের স্পিকারের সংসদের কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তারা রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের সাফল্য নিয়ে আলোচনা করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী টাওয়ার হ্যামলেটসের প্রথম নারী স্পিকার নির্বাচিত হওয়ায় সাবিনা আখতারকে অভিনন্দন জানান।

তিনি বলেন, টাওয়ার হ্যামলেটসের স্পিকার বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হওয়ায় ব্রিটেনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। টাওয়ার হ্যামলেটসের স্পিকার কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম কনফারেন্স সফলভাবে আয়োজনের জন্য ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে বলেন, সিপিএ এর মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দেয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ প্রশংসিত হয়েছে।

সাবিনা আখতার রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের শান্তিপূর্ণ স্থায়ী প্রত্যাবর্তনে টাওয়ার হ্যামলেটসের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

রোহিঙ্গাদের শান্তিপূর্ণ স্থায়ী প্রত্যাবর্তনে জনমত তৈরিতে টাওয়ার হ্যামলেটস ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ৫ দফার ভিত্তিতেই রোহিঙ্গাদের নিজ দেশে স্থায়ী প্রত্যাবর্তন প্রক্রিয়া চলমান।

সাবিনা আখতার বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন ও নারীর অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি'স (এনআরবি) চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

এইচএস/এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।