এমপিদের সম্পদের হিসাব জনগণ জানতে চায় : দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৮ জানুয়ারি ২০১৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, এমপিদের সম্পদের হিসাব জনগণও জানতে চায়। দুদকের স্পষ্ট কথা- যারা আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে চায়, তারা যেন সম্পদের সঠিক হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। ইতোমধ্যে দু-একজন এমপির বিরুদ্ধে কমিশনকে জানিয়েছি যে, তাদের সম্পদের হিসাব সঠিক নয়।

সোমবার দুপুরে দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্যাংকিং খাতে কেলেঙ্কারির বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, এ খাতে কেলেঙ্কারি বাড়ছে না বরং কমছে। ব্যাংকিং খাতে সুশাসন শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা সরকারকে বলেছিলাম বড় বড় প্রকল্পর শুরুতে যে দুর্নীতির সৃষ্টি হয়, তা রোধে দুদক সরকারকে সহযোগিতা করতে চায়, বিভিন্ন মন্ত্রণালয়ও বলেছিল এ কথা। এটা একটা নতুন কনসেপ্ট দুর্নীতি শুরুর আগেই বন্ধ করা। কিন্তু সরকারের দিক থেকে তেমন সাড়া পাইনি।

এইচএস/এএইচ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।