প্রতিমন্ত্রী কেরামত আলীকে বরণ করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৭ জানুয়ারি ২০১৮

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজি কেরামত আলীকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) পরিবহন পুল ভবনে ১০ম তলায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ প্রতিমন্ত্রীকে বরণ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

দুপুর ১টা ১০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে নতুন প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি বিভাগের সচিব মো. আলমগীর হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান, কর্মকর্তা, শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।