পাটুরিয়া ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ


প্রকাশিত: ১২:১২ পিএম, ১৫ জুলাই ২০১৫

ঈদের বাকী আরো মাত্র চার দিন। এরই মধ্যে পাটুরিয়া ঘাটে অতিরিক্ত যানবাহন আসতে শুরু করে দিয়েছে। ফেরি পার হতে এক একটি যানবাহনকে ঘাটে এসে গড়ে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করতে হচ্ছে। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে আগের চেয়ে সময় বেশ নেওয়াতে ফেরির টিপ সংখ্যা কমে গেছে।

সরেজমিনে পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার আগেই এক সারিতে ফেরির জন্য অপেক্ষা করেছে যানবাহনগুলো। ঘাট এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি পুলিশ, র্যাব ও স্বেচ্ছাসেবক দল কাজ করছে। পাটুরিয়া ঘাট থেকে তিন কিলোমিটার পর্যন্ত অস্থায়ী ডিভাইডার তৈরি করা হয়েছে। তিন কিলোমিটার আগ থেকেই পুলিশ সদস্য ফেরি পারের জন্য আসা যানবাহনগুলোকে বাম পাশের সারিতে ঢুকিয়ে দিচ্ছে। আরসিএল মোড় থেকে ছোট যানবাহনগুলোকে নালী হয়ে পাটুরিয়া ৫ নং ঘাটে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদিকে ট্রাক টার্মিনালে দেখে গেছে, পারের জন্য অপেক্ষা করছে শতাধিক পণ্যবাহী ট্রাক।

ট্রাক চালকরা অভিযোগ করে বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত রয়েছে বুধবার থেকে ট্রাক পার করা হবে না। কিন্তু মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত একটি ট্রাকেরও টিকিট দেয়নি কর্তৃপক্ষ। টিকিটের জন্য গেলে তাদের জানিয়ে দেওয়া হয়েছে যাত্রীবাহী যানবাহন আগে পার হবে। কোন যাত্রীবাহী যানবাহন ঘাটে পারের জন্য অপেক্ষায় থাকলে পণ্যবাহী ট্রাকের টিকিট দেওয়া হবে না।
 
ঈদের আগে ঘাটের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে অনেক যাত্রী। পটুয়াখালীর সোহেল রানা তার স্ত্রী ও দুই কন্যা নিয়ে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন। তিনি জানান, ঈদের তিন চার দিন আগেই তিনি পরিবার নিয়ে বাড়িতে যান। প্রতি বছর পাটুরিয়া ঘাটে এসে বিড়ম্বনায় পড়েন। এবার তিনি পারের জন্য আসা গাড়িগুলোকে এক লাইনে দেখতে পেয়েছেন। সিরিয়াল ভঙ্গ করে কেউ ফেরিতে পার হতে পারছে না বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। সোহেল রানার মতো অনেক যাত্রীই পুলিশের তৎপরতাকে ভাল চোখে দেখছেন।

ফরিদপুরের তাহমিনা আক্তার জানান, ঘাটে এসে ফেরির জন্য ২০-২৫ মিনিট অপেক্ষা করা কষ্টকর ব্যাপার নয়। ঈদ উপলক্ষে ফেরি সংখ্যা আরো বাড়ানো উচিত বলে তিনি মনে করেন। এতে ঘর মুখো মানুষ দুভোর্গের হাত থেকে রক্ষা পাবেন।

বিআইডব্লিউটিসি আরিচা শাখার ম্যানেজার ( বাণিজ্য) জিল্লুর রহমান জানান, ঈদের আগেই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি হওয়ার কথা রয়েছে। বর্তমানে ৮টি রো রো ফেরি, ৫টি ইউটিলিটি ও ৩টি কে টাইপ ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে। নদীতে স্রোতের কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগছে। তবে নারায়ণগঞ্জ থেকে ফেরি মতিউর রওনা দিয়েছে। সন্ধ্যার মধ্যে ফেরি মতিউর রহমান পাটুরিয়া ঘাটে আসার কথা হয়েছে।

তিনি আরো জানান, গত চব্বিশ ঘণ্টায় পাটুরিয়া ঘাট দিয়ে তিন হাজার যানবাহন পারাপার হয়েছে। আরেকটি নতুন ফেরি এই বহরে যোগ হবার কথা রয়েছে। ওই ফেরি বহর যোগ হলে যানবাহন পারাপারে কোন সমস্যা হবে না বলে তিনি জানান।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।