স্পাইডারম্যানের নতুন কস্টিউম


প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৫ জুলাই ২০১৫

নতুন স্পাইডারম্যানের নতুন কস্টিউম- আর তাই দেখে উচ্ছ্বসিত মার্ভেল স্টুডিওর প্রধান ক্রিয়েটিভ অফিসার জো কেসাডা। তার উক্তি, ‘এই নতুন কস্টিউম এতটাই আকর্ষণীয় যে আমি খুঁটিয়ে দেখে বুঝেছিলাম এর মধ্যে বিভিন্ন সূক্ষ্ম কারুকাজ আছে। এটা নিশ্চিতভাবে দর্শকদের অবাক করবে।’

এ যাবৎ মার্ভেল-কৃত সমস্ত ‘মাকড়সা’ মুভিই দর্শকদের মনে গভীর রেখাপাত করেছে বলে মনে করেন কেসাডা। ‘আমি ভাবতেও পারিনা এমন কেউ আছেন যিনি স্পাইডারম্যান বা পিটার পার্কার-এর চরিত্রে নিজেকে খুঁজে পান না’, বলেছেন কেসাডা।

মিকি মাউস চরিত্রটি ওয়াল্ট ডিজনির জন্য যতটা সাফল্য এনেছিল, স্পাইডারম্যানও সেরকম সাফল্য আনবে মার্ভেল স্টুডিওর জন্য, মনে করেন সিওও। কেভিন ফিয়েগের তত্ত্বাবধানে যে দলটি এই ছবির কাজের সঙ্গে জড়িত, জো কেসাডা তাদের প্রত্যেককেই প্রশংসা করেছেন।
 
স্পাইডারম্যানের আসন্ন ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতা টম হল্যান্ডকে। এই চরিত্রে তার পূর্বসূরী ছিলেন টোবি ম্যাগোয়্যার।

এলএ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।