ডু প্লেসিকে ফেরালেন সাকিব


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১৫ জুলাই ২০১৫

বাংলাদেশ দলের হয়ে দ্বিতীয় আঘাত হানলেন সাকিব আল হাসান। সপ্তম ওভারের প্রথম বলেই ডু প্লেসিকে মুশফিকের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান সাকিব।

এর আগে বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানলেন সেই মুস্তাফিজুর রহমান। যার দুর্দান্ত বোলিং তোপে সিরিজ হেরে বিদায় নিতে হয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে। কুইন্টন ডি কককে (৭)  সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান টাইগার এই বোলার।

একই ওভারের শেষ বলে আমলাকেও পরাস্ত করে জোরালো আবেদন করেন। টিভি রিপ্লেতে দেখা গেছে বল উইকেটরক্ষক মুশফিকের হাতে যাবার আগে ব্যাটের কানা ছুঁয়ে যায়। তবে আম্পায়ার মাইকেল গফ নিশ্চুপ থাকেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হাশিম আমলা।

প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ওয়ানডেতে জয় পায় টাইগাররা। তাই বাংলাদেশ ধরে রেখেছে তাদের উইনিং কম্বিনেশন। কোন পরিবর্তন ছাড়াই মাঠে নামেছে তারা। অপর দিকে দক্ষিণ আফ্রিকা দলে একটি পরিবর্তন হয়েছে। ক্রিস মরিসের পরিবর্তে দলে এসেছেন মরনে মরকেল।

সিরিজে এখন ১-১ এ সমতা। তাই আজকের ম্যাচ একপ্রকার অঘোষিত ফাইনালে রূপান্তরিত হয়েছে। এশিয়ার দুই পরাশক্তি পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর আরেকটি বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।