ওআইসি পর্যটন মন্ত্রীদের সম্মেলন ৫-৭ ফেব্রুয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) ভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রীদের দশম সম্মেলন এবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সভাপতিত্বে এ সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক ও মন্ত্রণালয় এবং বিভিন্ন দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পর্যটনভিত্তিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ইসলামিক কালচারাল হেরিটেজ, রিলিজিয়াস ট্যুরিজমসহ পর্যটন প্রসারের মাধ্যমে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে এ সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

এরআগে গত ২০১৫ সালের ২১-২৩ নভেম্বর নাইজারের রাজধানী নিয়ামীতে অনুষ্ঠিত নবম সম্মেলনে সর্বসম্মতভাবে দশম সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

আরএম/এসআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।