কানাডা-ইউক্রেন বাণিজ্য চুক্তি ঘোষণা


প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৫ জুলাই ২০১৫

কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার ইউক্রেনের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনুকের কানাডা সফরের সময় মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

বিবৃতিতে হার্পার বলেন, চুক্তি শিগগিরই বাস্তবায়ন করা হবে। তবে এই চুক্তি বাস্তবায়নে উভয় দেশের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন আছে ।

এদিকে, এ চুক্তির ফলে কানাডার জিডিপি ২ কোটি ৯২ লাখ কানাডীয় ডলার এবং ইউক্রেনের জিডিপি ১ কোটি ৮৬ লাখ কানাডীয় ডলার বেড়ে যাবে বলে কানাডার এক মূল্যায়নে বলা হয়েছে।

হার্পার বলেন, কানাডা-ইউক্রেনের অবাধ বাণিজ্য চুক্তি আমাদের দুই দেশের গুরুত্বপূর্ণ সম্পর্কে আরেকটি মাইলস্টোন।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।