১০ সহকারী পুলিশ সুপারকে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪১ এএম, ০৪ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মো. তোফাজ্জেল হোসেনকে সিআইডি’র সহকারী পুলিশ সুপার, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সদর) মো. জিয়াউর রহমানকে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এসএএফ), সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) তাপস রঞ্জন ঘোষকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার (টিআর), গাজীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে ফরিদপুরের মধুখালী সার্কেল, ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর) এস এম সাহাবউদ্দীন আহমেদকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার (টিআর) হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

এ দিকে একই প্রজ্ঞাপনে পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (সদর) মো. ফারুক হোসেনকে পটুয়াখালীর বাউফল সার্কেল, বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) মো. আনোয়ার হোসেনকে বগুড়ার নন্দীগ্রাম সার্কেল, এসপিবিএনের সহকারী পুলিশ সুপার শেখ ইমরানকে কেএমপির সহকারী পুলিশ কমিশনার, ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু বিপিএমকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার ও ১ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার ইমরান আসহাবকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জেইউ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।