আজও ক্ষতিপূরণ পাননি ডিএনসিসি মার্কেটের ক্ষতিগ্রস্তরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০০ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮

গুলশান-১ নম্বর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের এক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাননি ব্যবসায়ীরা। এ অবস্থায় অবিলম্বে ক্ষতিপূরণের আশ্বাস বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (৩ জানুয়ারি) গুলশান-১ নম্বরে ক্ষতিগ্রস্ত মার্কেটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে মার্কেটের ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, গত বছরের এ দিনে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

dncc

তিনি বলেন, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ৫/৭টি তদন্ত কমিটি গঠন করা হলেও আজ পর্যন্ত আমরা কোনো কমিটির রিপোর্ট পাইনি। অন্যদিকে সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাও আমাদের খোঁজ নেননি।

তিনি আরও বলেন, এই মার্কেটে এমন দোকানও আছে যার মালিক মারা গেছেন। সে দোকানের এখন ওয়ারিশ কয়েকজন। কিন্তু তারা আজ নিঃস্ব হয়ে ধার-দেনা করে দিন কাটাচ্ছেন। আর আমরা যারা অস্থায়ীভাবে দোকান নিয়ে বসে আছি তারাও ছেলে-মেয়েদের ভবিষ্যত অন্ধকারে ঠেলে দিচ্ছি।

dncc

এ অবস্থায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- ক্ষতিপূরণের আশ্বাস বাস্তবায়ন, ক্ষতিগ্রস্ত সব দোকানের পুনর্বাসন, ডিএনসিসির সিটি ট্রেড সেন্টার কাম কর্মাশিয়াল কমপ্লেক্স নির্মাণ পরিকল্পনা নিয়ে ত্রিপক্ষীয় উন্মুক্ত আলোচনার ব্যবস্থা, পুনর্বাসন না হওয়া পর্যন্ত ভ্যাট-ট্যাক্স মওকুফ, ক্ষতিগ্রস্ত মার্কেটে ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়ার ঘোষণা বাস্তবায়ন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ প্রকাশ ইত্যাদি।

সংবাদ সম্মেলনের আগে মার্কেটের সামনে মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এএস/এমএমজেড/এমবিআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।