প্রাণ-আরএফএল সেন্টারে আমজাদ খান চৌধুরীর মরদেহ


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ১৫ জুলাই ২০১৫

দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর মরদেহ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে নেওয়া হয়।

বুধবার সকাল সোয়া ১০টায় রাজধানীর মধ্য বাড্ডায় অবস্থিত প্রাণ-আরএফএল সেন্টারে আমজাদ খান চৌধুরীর মরদেহ আনা হয়।  এরপর সেখানে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা।  প্রাণ-এর সৃষ্টিশীল মানুষটির মরদেহ দেখে অনেকে কান্নায় ভেঙে পড়েন।  এরপর সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা।  এতে প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।



বেলা পৌনে ১১টার দিকে প্রাণ-আরএফএল সেন্টার থেকে আমজাদ খান চৌধুরীর মরদেহ বিজয় সরণিস্থ বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠের উদ্দেশ্যে নেয়া হয়।  সেখানে দুপুর সোয়া ২টায় জানাজা শেষে তাঁকে বনানী সামরিক গোরস্থানে সমাহিত করা হবে।

এর আগে মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় যুক্তরাষ্ট্র থেকে আমজাদ খান চৌধুরীর মরদেহ  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আমজাদ খান চৌধুরী গত বধুবার ৮ জুলাই বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডিউক মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক ও হৃদরোগে ভুগছিলেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

# আমজাদ খান চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।