২৬২১ জনকে ফ্ল্যাট বরাদ্দের আইডি দেবে রাজউক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৭ এএম, ০২ জানুয়ারি ২০১৮

উত্তরার ১৮নং সেক্টরে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের 'এ' ব্লকে হস্তান্তর যোগ্য ফ্ল্যাট দিতে লটারির মাধ্যমে দুই হাজার ৬২১ জনকে আইডি নম্বর দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

১৬৫৪ বর্গফুট আয়তনের এ ফ্ল্যাটগুলোর জন্য যারা গত ২৬ ডিসেম্বরের মধ্যে চার কিস্তি মূল্য পরিশোধ করেছে তাদেরকে ৭ জানুয়ারি আইডি নম্বর দেয়া হবে।

রাজউক থেকে জানানো হয়, ওইদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা ৪০ মিনিটে লটারির মাধ্যমে আইডি দেয়া হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজউক চেয়ারম্যান মো. আব্দুর রহমান।

এর আগে গত ১০ সেপ্টেম্বর উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের প্রথম লটারির মাধ্যমে আইডি হস্তান্তর করা হয় ৮৩৭ জনকে। এরসঙ্গে সম আয়োতনে ফ্ল্যাট বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজউক, যার আবেদনের শেষ তারিখ ২৯ মার্চ ২০১৮।

এএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।