জয়বাংলা স্লোগান কম দিয়ে মনোযোগি হোন : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জয়বাংলা স্লোগান কমিয়ে দিয়ে সাধারণ রোগীদের প্রতি অধিক মনোযোগি হতে চিকিৎসকদের আহ্বান জানিয়েছেন।
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, জয়বাংলা স্লোগান কম দিলেও চলবে। দল মতের উর্ধ্বে থেকে রোগীদের সুচিকিৎসা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করে শেখ হাসিনার হাত শক্তিশালী করুন। তাহলেই ২০১৯ সালের জাতীয় নির্বাচনে জনতার রায় নিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।
মঙ্গলবার রাজধানীর বেইলী রোড অফিসার্স ক্লাবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সকল শ্রেণিপেশার মানুষকে স্বাস্থ্যসেবা দিতে হলে সরকারি হাসপাতাল ছাড়া আর কোনো উপায় নেই। নানা সীমাবদ্ধতা থাকার পরও চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকলের সম্মিলিত প্রচেষ্টায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। চিকিৎসকরা আন্তরিক বলেই আন্তজার্তিক মহলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যাপকভাবে প্রসংশিত হবে।
বর্তমান ক্ষমতাসীন আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাচিপের ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার অফিসার্স ক্লাব শত শত চিকিৎসকের মিলনকেন্দ্রে পরিণত হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদফতরের মহাপরিচালক, পরিচালক, সরকারি বেসরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল ও বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাব্যক্তিরা প্রিয় সংগঠনের বার্ষিক ইফতার অনুষ্ঠানে যোগ দিতে ছুটে আসেন। সন্ধ্যা ৬টা বাজার আগেই অফিসার্স ক্লাবের মিলনায়তনের সাজানো টেবিল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কেউ কেউ টেবিলে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুশলাদি বিনিময় ও সেলফি ফটোগ্রাফ তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
স্বাচিপ মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সলান জাগো নিউজকে জানান, প্রচলিত রীতি অনুযায়ী প্রতি বছরই স্বাচিপের ইফতার অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
তিনি জানান, বর্তমানে রাজধানীসহ সারাদেশে স্বাচিপের সদস্যসংখ্যা ১১ হাজারেরও বেশী। আজকের ইফতারে কত সদস্যদের জন্য আয়োজন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, দুই হাজার সদস্যর জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। কয়েকদিন আগেই ইফতার অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্যদের ব্যস্ততায় দিনক্ষণ পিছিয়ে যাওয়ায় ঢাকার বাইরের নেতাকর্মী সদস্যরা অনুষ্ঠানে আসতে পারেননি।
স্বাচিপ নেতা অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে স্বাচিপের ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, স্বাচিপ নেতা বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা.কামরুল হাসান খান, অধ্যাপক ডা.শারফুদ্দিন আহমেদ, ডা. আবদুল আজিজ, ডা. এহসানুল কবির জগলুল, ডা. জামালউদ্দিন চৌধুরী ডা.আবদুর রউফ সর্দার, অধ্যাপক ডা.মনিরুজ্জামান ভুঁইয়া, ডা.নজরুল ইসলাম, ডা. রোকেয়া সুলতানা, কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব মোবারক হোসেন প্রমুখ।
স্বাচিপ নেতাদের প্রত্যেকের বক্তব্যে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের নিপীড়িন ও হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাচিপের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এমএএস/আরআই