পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্যালেস্টাইন রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ


প্রকাশিত: ১১:৩০ এএম, ১৪ জুলাই ২০১৫

বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ এইচ আবুইয়াদেহ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ ঢাকায় কূটনৈতিক কোরের ডীন হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ ঢাকায় তার সাড়ে ৯ বছরেরও অধিক কর্মকালে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে সকল প্রকার সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বরাবরের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশ প্যালেস্টাইনের জনগণের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্যালেস্টাইনের রাষ্ট্রদূত বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি প্যালেস্টাইনের সংগ্রামী জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং বাংলাদেশে সে দেশের সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণের সুযোগ দানের জন্য পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী একজন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় সফল কর্মকালের জন্য এবং কূটনৈতিক কোরের ডীন হিসেবে সক্রিয় ও কার্যকরী ভূমিকা পালনের জন্য রাষ্ট্রদূত শাহের মোহাম্মদকে অভিনন্দন জানিয়ে বলেন যে তিনি  দীর্ঘদিন আমাদের স্মরণে থাকবেন। মাহমুদ আলী রাষ্ট্রদূত শাহের মোহাম্মদের সুস্বাস্থ্য ও সাফল্য এবং প্যালেস্টাইনের জনগণের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।