কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের দাবি


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৪

আসন্ন ঈদু-উল-আজহায় যত্রতত্র কোরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য সাত দফা দাবি জানিয়েছে পরিবেশবাদী বেশ কয়েকটি সংগঠন। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়ের (নগরভবন) সমনে এক নাগরিক সমাবেশে সংগঠনগুলোর পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
 
সমাবেশে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস বলেন, প্রতিবছর পবিত্র ঈদ উল আযহার পরে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে যত্রতত্রভাবে কোরবানীর বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। অথচ সিটি করপোরেশন বলছে এজন্য তারা নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। কিন্তু বাস্তবে আমরা ঢাকাবাসী তা দেখতে পাই না।

তিনি আরও বলেন, কোরবানীর দিন থেকে পরবর্তী পাঁচ দিন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানীর পশুর রক্ত, নাড়িবুড়িসহ নানা বর্জ্য পড়ে থাকলেও এর সঠিক কোনো ব্যবস্থা নেননি সিটি করপোরেশন। আমরা এজন্য আদালতেরও স্মরণাপন্ন হয়েছি। আদালত থেকে সুষ্পষ্ট নির্দেশনা রয়েছে যে কোরবানীর বর্জ্য সুন্দর ও পরিবেশবান্দব ভাবে অপসারণ করতে হবে।

মিহির বিশ্বাস ডিএমপি কমিশনারকে লক্ষ্য করে বলেন, আপনারা  বলছেন যত্রতত্রভাবে কোনো কোরবানি হাট বসতে দেবেন না। কিন্তু আমরা আশঙ্কা করছি রাজনৈতিক চাপে আপনারা নিরপেক্ষ থাকতে পারবেন কিনা।

তিনি সিটি করপোরশনের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা আপনাদের পরিচ্ছন্ন কর্মীদের যথাযথ ব্যবহার করুন। তাহলে নগরবাসীকে আর এর দুর্ভোগে পড়তে হবে না।

সমাবেশের আয়োজন করে- বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), আদি ঢাকাবাসী ফোরাম, ঢাকা যুব ফাউন্ডেশন, গ্রীন ভয়েস, ডাব্লিউবিবি ট্রাস্ট, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।