ভারতে পদদলিত হয়ে ২২ তীর্থযাত্রী নিহত


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৪ জুলাই ২০১৫

ভারতের অন্ধ্রপ্রদেশে গোদাবরি নদীর তীরে পদদলিত হয়ে ২২ তীর্থযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে অন্ধ্রের রাজাহমুন্দ্রাই জেলায় এই ঘটনা ঘটে। খবর বিবিসি।

অন্ধ্রপ্রদেশের কর্মকর্তারা জানান, তীর্থযাত্রীরা গোদাবরি নদীর তীরে ঐতিহ্যবাহী মহা পুশকারুলু উৎসবের জন্য একত্রিত হয়েছিলেন। ১২ দিনব্যাপী এই উৎসব চলবে। এ বছর প্রায় দুই কোটি ৪০ লাখ মানুষ গোদাবরির তীরে সমবেত হতে পারেন বলে ধারণা অন্ধ্রপ্রদেশের কর্মকর্তাদের। এই সময়ে গোদাবরির নদীতে গোসল করলে সব পাপ দূর হয়ে যায় বলে বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের।

উৎসব শুরুর প্রথম দিনেই নদীর পানিতে হুড়োহুড়ি করে স্নান করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, রাজাহমুন্দ্রাই জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শ্রীনিভাসন রাও।

এসআইএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।