বিএনপির ৪ নেতার জামিন স্থগিতের আবেদন
বিএনপির চার নেতাকে ৫৬ মামলায় হাইকোর্টের দেয়া আগাম জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই স্থগিত আবেদনটি করা হয়।
এ সব মামলার মধ্যে, বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানের ৪২ মামলা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের ৯ মামলা ও তরিকুল ইসলামের ৪ মামলা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুকে ১ মামলায় জামিন স্থগিতের আবেদন করা হয়েছে।
আগামী ২১ জুলাই আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এসব আবেদনের ওপর শুনানি হতে পারে বলে সাংবাদিকদের জানান অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে হরতাল অবরোধের সময় তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলা দায়ের করা হয়। ওইসব মামলায় গত ৯ জুলাই এ চার নেতাকে হাইকোর্টের একটি বেঞ্চ আগাম জামিন দেন।
এএফএইচ/এসকেডি/পিআর