সিএনজিচালিত অটোরিকশার আয়ুষ্কাল বাড়লো আরও তিন মাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত সিএনজিচালিত ফোর স্টো-থ্রি-হুইলার অটোরিকশার ইকোনোমিক লাইফ (আয়ুষ্কাল) আরও তিন মাস বাড়িয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

রোবাবর মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. কামরুল আহসান স্বাক্ষরিত বিআরটিএ চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এ আদেশ জারি করা হয়েছে।

life

চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত যেসব সিএনজিচালিত ফোর স্টোক থ্রি-হুইলার অটোরিকশার ইকোনোমিক লাইফ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে, সেসব অটোরিকশার ইকোনমিক লাইফ অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত নির্দেশক্রমে বর্ধিত করা হলো।

বিআরটিএ’র তথ্যমতে, ২০০২ মডেলের ৮ হাজার ৪২১টি সিএনজিচালিত ফোর স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার ইকোনমিক লাইফ ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার কথা। এর মধ্যে ঢাকায় রয়েছে ৫ হাজার ৫৬১টি এবং চট্টগ্রামে দুই হাজার ৮৬০টি।

এএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।