রানওয়েতে শুয়ে বিক্ষোভ


প্রকাশিত: ০৭:৪০ এএম, ১৪ জুলাই ২০১৫

বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিথরোর রান ওয়েতে শুয়ে বিক্ষোভ করেছে  প্লেন স্টুপিড নামের এক সংগঠনের কর্মীরা। এই ঘটনায় হিথরোর বিমান চলাচলে ব্যাঘাত ঘটেছে বলেও জানা গেছে।

বিক্ষোভকারীদের দাবি, হিথরো বিমানবন্দরে আরো একটা রানওয়ে বাড়ানোর যে পরিকল্পনা করা হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। কারণ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হিথরো বিমানবন্দরকে বাড়ানোর জন্য যে পরিকল্পনা নিয়েছেন তাতে পরিবেশ ক্ষতিগ্রস্থ হবে, স্থানীয়দের অসুবিধা হবে।
এসময়, বিক্ষোভকারীরা সংখ্যা ছিলেন মাত্র ১২ জন। আর বিমানবন্দরের নিরাপত্তার জন্য ছিলেন অন্তত ১২০০ কর্মী।  

যে বিক্ষোভকারীরা রানওয়েতে শুয়ে বিক্ষোভ দেখালেন তাদের সংগঠনের নাম `প্লেন স্টুপিড`। যে সংগঠনের প্রধান ঘোষিত কর্মসূচি হল বিমান ক্ষেত্রে অত্যধিক বিকাশের বিরোধিতা করা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঘোষণা করেছেন দেশের অর্থনৈতিক উন্নতির স্বার্থে হিথরো বিমানবন্দরে তৃতীয় রানওয়ে তৈরি করা হবে। যার জন্য খরচ হবে ২৩ বিলিয়ন পাউন্ড।

এই ঘোষণার পর দেশের পরিবেশবিদরা এর বিরোধিতা করেছেন। ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ৩১৫০ একর আয়তনের হিথরে বিমানবন্দরে বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।