দেশের মানুষের গড় আয়ু বেড়ে হলো ৭০ বছর ৪ মাস
চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশের মানুষের গড় আয়ু এখন ৭০ বছর ৪ মাস। প্রাথমিক প্রতিবেদনে যা ছিল ৭০ বছর ১ মাস। অর্থাৎ চূড়ান্ত প্রতিবেদনে দেশের মানুষের গড় আয়ু আরো ৩ মাস বাড়লো।
মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্টাটিসটিকস অব বাংলাদেশ এসভিআরএস-২০১৩ নামের জরিপের এ চূড়ান্ত প্রতিবেদনটি ১৪ জুলাই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)।
প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের গড় আয়ু ৭০ বছর ২ মাস, যা পুরুষের চেয়ে বেশি। ২০০৯ সালে এই গড় আয়ু ছিল ৬৮ বছর ৭ মাস। আর পুরুষের গড় আয়ু ৬৮ বছর ৮ মাস, যা ২০০৯ সালে ছিল ৬৬ বছর ১ মাস। আর নারী পুরুষ মিলিয়ে ২০০৯ সালে দেশের গড় আয়ু ছিল ৬৭ বছর ২ মাস।
এসআরজে