মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১৩ জুলাই ২০১৫
ফাইল ছবি

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা শিক্ষার মান উন্নত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার রাজধানীর ব্যানবেইস’র সম্মেলন কক্ষে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে মাদ্রাসা শিক্ষায় আধুনিকায়নে ইতোমধ্যে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে।

মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।