ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৩ জুলাই ২০১৫

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক-মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুরে দুটি ওয়াচ টাওয়ার উদ্বোধন অনুষ্ঠানে  তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। যানবাহনে কোন প্রকার চাঁদাবাজির চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চাঁদাবাজ যত শক্তিশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল্লাহ, মোখলেছুর রহমান, মো. জাকারিয়া প্রমুখ।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।