রাষ্ট্রপতির সঙ্গে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গার্বেন দ্যা জং রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সোমবার সকালে বঙ্গভবনে এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
বৈঠকে রাষ্ট্রপতি পারস্পরিক স্বার্থে দুটি দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
ইউরোপীয় দেশসমূহের মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ হিসেবে নেদারল্যান্ডের জনগণ এবং দেশটির সরকারের প্রতি রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে বৈঠকে তারা উভয়েই আশা প্রকাশ করেন।
এসকেডি/আরআইপি