৬ বছরের শিশুর হৃদপিণ্ড থেকে বের হল পেনসিল


প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৩ জুলাই ২০১৫

সফল অস্ত্রোপচারে শিশুর হৃদপিণ্ড থেকে বের করে আনা হল পেনসিল। কঠিন এই অস্ত্রোপচারটি করেছেন ভারতের মাধবপুরের ম্যাক্সকিউর হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জিকাল টিম।

স্কুল থেকে ফেরার পথে হঠাৎ পড়ে যায় ৬ বছরের চরণ। তখনই পেনসিল ঢুকে যায় তার হৃদপিণ্ডে। চরণের বাবা, মা তাকে নিয়ে যান ওয়ারেঙ্গলের এমজিএম হাসপাতালে। সেখান থেকে হায়দরাবাদের ম্যাক্সকিওর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ইমেজ স্ক্যানিংয়ের পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক সমীর দিওয়ালে।

সফল অস্ত্রোপচারের পর চরণ এখন সুস্থ হয়ে উঠছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ডা. সমীর জানান, শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

অস্ত্রোপচারের প্রক্রিয়া পরিকল্পনা মাফিক ও সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় খুশি হাসপাতাল কর্তৃপক্ষও।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।