মন্ত্রিসভার বৈঠকে সৈয়দ আশরাফ অনুপস্থিত


প্রকাশিত: ১১:৩০ এএম, ১৩ জুলাই ২০১৫

সদ্য দফতর হারানো মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের অনুপস্থিতিতেই হয়ে গেল মন্ত্রিসভার বৈঠক। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুপস্থিত ছিলেন এ দফতরবিহীন মন্ত্রী।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ‘আজ বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন না। তার মানে এই নয় যে আগামীতে তিনি আসবেন না।’

মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার জন্য সৈয়দ আশরাফকে ‘কেবিনেট ফোল্ডার’ পাঠানো হয়েছিল কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের কোন জবাব দেননি তিনি।

মন্ত্রিসভায় আরো কোনো রদবদল হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে সচিব মোশাররাফ বলেন, ‘যত দ্রুত সম্ভব প্রেসরিলিজ দিয়ে জানিয়ে দেয়া হবে। আমাদের ওয়েসবাইটেও দেখতে পাবেন।’

উল্লেখ্য, গত ৯ জুলাই দফতর হারানোর পর বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় পতাকা শোভিত গাড়ি নিয়েই অংশ নিতে দেখা গেছে সৈয়দ আশরাফকে। তবে সোমবার মন্ত্রিসভার বৈঠকে দেখা যায়নি তাকে।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।